শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ১১:১৪:০১

প্রথম ম্যাচে টাইগারদের সব সাফল্য ম্লান এক জিম্বাবুয়ে ক্রিকেটারের কাছে

প্রথম ম্যাচে টাইগারদের সব সাফল্য ম্লান এক জিম্বাবুয়ে ক্রিকেটারের কাছে

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ ও ওয়ানডে ক্রিকেটে হারের পর বাংলাদেশে আসে জিম্বাবুয়ে। মাশরাফিদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি লড়াইয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নামে তারা।

এই ম্যাচে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ জয় পেলেও জিম্বাবুয়ের এক ক্রিকেটার ম্লান করেছেন টাইগারদের সাফল্য। বাংলাদেশকে ১৬৪ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে।

এই টার্গেট তাড়া করতে সাব্বির রহমান সর্বোচ্চ ৪৬ রান করেন। টাইগারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন তামিম। বাংলাদেশের পক্ষে বল হাতে সর্বেচ্চ দুটি করে উইকেট পান আল আমিন ও মুস্তাফিজ।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট পান চেমার। এই ম্যাচে টাইগারদের ব্যক্তিগত সব সাফল্য ম্লান করে ম্যাচসেরা হয়েছেন মাসাকাৎজা। মাসাকাৎজাই ভয় ঢুকিয়ে দেন টাইগার শিবিরে। ব্যাট হাতে তিনি করেছিলেন ৭৯ রান।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে