স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চ্যালেঞ্চিং জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ।
নিজেদের এ দিনে এক অন্যন্য মাইল ফলক স্পর্শ করেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করেন তিনি। এদিন তামিম আগের ৯৯ টি ছক্কা নিয়ে মাঠে খেলতে নেমে দারুণ এক ছক্কা হাঁকিয়ে নিজের ১০০ তম ছক্কা পূরণ করে নেন।
তার এ অন্যন্য কৃতিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এ অভিনন্দন জানান তিনি।
প্রসঙ্গত, টেস্টে তামিমের ছক্কা ২৭টি, ওয়ানডেতে ৬২, সিকান্দার রাজাকে মারা ছক্কাটি টি-টোয়েন্টিতে তাঁর ১১তম।বর্তমানে তামিমের সবমোট ছক্কা ১০০টি। বাংলাদেশিদের মধ্যে তামিমের পরে অবস্থান করছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তার ছক্কার সংখ্যা ৯২টি। আর তৃতীয় স্থানে আছেন মাশরাফি। তার ছক্কার সংখ্যা ৮৯টি।
১৬ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর