স্পোর্টস ডেস্ক: টেস্টের পর এবার ওয়ানডে ম্যাচে গোলাপী বল ব্যবহারের কথা বললেন ভারতীয় ব্যাটিং লিজেন্ড সুনীল গাভাস্কার।
অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে চলতি সিরিজের প্রথম দুই ওয়ানডের পর গোলাপী রঙের বল ব্যবহারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন ভারতের সাবেক এই অধিনায়ক।
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘সাদা বলে বোলারদের করার কিছুই থাকছে না। আমি মূলত এটাকে ‘কিছু না করার বল’ হিসেবে অভিহিত করছি, যা সফল ও আনন্দদায়ক হতে পারে তহলো গোলাপী বল। এটা সীমিত ওভারের ক্রিকেটে ব্যবহার করা যেতে পারে। এমনকি এটা ব্যাট-বলে ভারসাম্য আনতে পারে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এটির পরিক্ষামূলক ব্যবহার করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
১৬ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর