স্পোর্টস ডেস্ক : ম্যাচ শেষে উঠে এসেছে অনেক কিছুই। অস্ট্রেলিয়ার বিপক্ষে এরই মধ্যে লজ্জা পেয়েছে ভারতীয় ক্রিকেট টিম। কেন হারের পরে এমন হার ভারতের?
উত্তর খুঁজে বের করার চেষ্টায় ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্টরা। ডে নাইটের ম্যাচে পার্থের পর ব্রিসবেনে ভারতের করুণ পরাজয়ের জন্য দায়ী করা হচ্ছে এক ভারতীয় বোলারকে।
১০ ওভার বল করে ৭৪ রান দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া ৪৯ ওভারে টপকে যান ভারতের ৩০৮ রান। বিশ্লেষণ বলছে ভারতীয় বোলার উমেশ যাদবই তাদের হারের জন্য দায়ী।
সবার চেয়ে বেশি রান দেওয়ায় সমালোনার কবলে যাদব। ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ক্ষুব্ধ যাদবদের উপরে। ধোনি হারের জন্য বেশি রান দেয়াকে দায়ী করেছেন।
প্রথম ওয়ানডেতেও দলের হারের জন্য ধোনি বোলারদের দোষারোপ করেন। দ্বিতীয় ওয়ানডেতেও একই অবস্থা ভারতীয় ক্রিকেট টিমে। নতুন বছরে টানা দুটি ওয়ানডে ম্যাচে হেরে যায় ভারত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ভারত। তৃতীয় ওয়ানডেতে ভারতীয় একাদশে পরিবর্তন আসছে!
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর