স্পোর্টস ডেস্ক: পাঁচ বছরের নিষেদাজ্ঞা কাটিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। মূলত ঘরোয়া লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চোখে ধাঁধানো পারফরম্যান্সের সুবাধে তিনি দলে জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ড বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে দ্বিতীয় বারের মত পাকিস্তান দলে অভিষেক হয় আমিরের।
জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচেই জয় পেলেও নিউজিল্যান্ডের মতো ক্রিকেট বান্ধব দেশে খানিকটা অস্বস্তিতে পড়েন আমির। শুক্রবার অকল্যান্ডের ১৬ রানে জয় পাওয়া ম্যাচটিতে বল করার সময় স্বাগতিক দর্শকরা তাকে উদ্দেশ করে অবজ্ঞাসূচক ধ্বনি উচ্চারণ করে বলে দাবি তোলেন পাকিস্তানি খেলোয়াড়রা।
বিষয়টি নিয়ে আকমল বলেন, ‘নিউজিল্যান্ডের মানুষ বেশ অতিথিপরায়ণ ও বন্ধুত্বপূর্ণ। এমনকি তারা ক্রিকেটটা বেশ ভালো করেই বোঝেন। তাদের এমন প্রতিক্রিয়া আমি আশা করিনি।’
প্রসঙ্গত, নিজেদের জয়ের দিনে ৪ ওভার বল করে ৩১ রানের খরচায় ১ উইকেট তুলে নেন আমির।
১৬ জানুয়ারি.২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর