শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০১:১০:৩৫

বিসিবির সিদ্ধান্তে পাওয়া এই আঘাত কোথায় রাখবেন মুশফিক?

বিসিবির সিদ্ধান্তে পাওয়া এই আঘাত কোথায় রাখবেন মুশফিক?

স্পোর্টস ডেস্ক : হঠাৎ একটি বড় ধরনের আঘাত পেয়েছেন দেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডই সিদ্ধান্ত নেয় এই বিষয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আর আগের ভূমিকায় থাকছেন না তিনি। এই আঘাত কোথায় রাখবেন মুশফিক? সেটিই জিজ্ঞাসা। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়ার কথা ছিল আবু হায়দার রনির।

রনির অভিষেক হয়নি অভিষেক হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। মুখ্য বিষয়টি এখানেই। মুশফিক চাইলেও তাকে উইকেটকিপার হিসাবে নয় ভালো ব্যাটসম্যান হিসাবে চায় বিসিবি।

মুশফিকের যায়গায় উইকেটকিপার নিয়েই বিসিবির বেশি তাড়া। আসন্ন এশিয়াকাপে ও বিশ্বকাপে ভালো ব্যাটসম্যান চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সম্প্রতি উচ্চস্বরে ঘোষণা দেন এই বিষয়টি।

মুশফিক এর আগে খুবই কষ্টের কথা বলেন এই বিষয়ে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছে নতুন কিছু।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে