শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০১:৩১:৫৪

‘মেসি সময়ের সেরা, ইতিহাসের নয়’

‘মেসি সময়ের সেরা, ইতিহাসের নয়’

স্পোর্টস ডেস্ক:  এ নিয়ে পঞ্চমবারের মত ব্যালন ডি’অর জিতে নিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে তার পরও তাকে সেরা মানতে নারাজ দেশটির সাবেক কোচ কার্লোস বিলার্দো।

মেসিকে নিয়ে বিলার্দো বলেন, ‘আমরা কথা বলছি অন্যতম সেরা নিয়ে, কিন্তু আমি মনে করি সে বর্তমানের সেরাদের একজন, ইতিহাসের নয়। মেসি অবশ্যই ব্যালন ডি’অরের দাবিদার। আমি মনে করি অন্যদের সঙ্গে তার অনেক ফারাক। মেসি অনেক জিতেছে এবং তাকে বিশ্বে সবাই চেনে। যেখানেই সে যাক না কেন, মানুষ তাকে দেখে উল্লসিত হয়। তবুও আমি মনে করি সে সেরাদের একজন। আপনি তার কাছ থেকে কিছু নিতে পারেন না, কারণ সে এখনও বিশ্বকাপ জিততে পারেনি। এটা একটু কঠিনই।’

বিলার্দো ১৯৮৩ থেকে ১৯৯০-এর মধ্যে আর্জেন্টিনা দলের কোচ ছিলেন যখন ম্যারাডোনা ছিলেন মধ্য গগণে। তার অধীনেই ১৯৮৬ সালে মেক্সিকোতে ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জয় করে।

১৬ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে