শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০১:৩৯:০০

বাংলাদেশের টি-টিয়েন্টি ক্রিকেট ইতিহাসে কিপার ছিলেন যারা

বাংলাদেশের টি-টিয়েন্টি ক্রিকেট ইতিহাসে কিপার ছিলেন যারা

স্পোর্টস ডেস্ক : খুলনায় মুশফিকের পরিবর্তে উইকেটকিপার হিসাবে দায়িত্ব পালন করেন নতুন মুখ নুরুল হাসান সোহান। আঘাতটা পেয়ে যান নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম।

২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। খুলনায়ই প্রথম টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ ক্রিকেট টিম। এ সময় উইকেটকিপার ছিলেন মুশফিক।

এর প্রায় ১০ বছর পর একই মাটিতে উইকেটকিপারের দায়িত্বপালন করেন মুশফিক। টি-টোয়েন্টিতে কিপিং করেছেন ৪ জন ক্রিকেটার। এই দুই জনের পর অপর দুইজন হলেন, এনামুল হক বিজয় ও ধীমান ঘোষ।

বাংলাদেশ এ পর্যন্ত ৪৬ টি টি-টোয়েন্টি খেলেছে। ৪৩ টিতে কিপার ছিলেন মুশফিক। সোহান, বিজয় ও ঘোষ একটি একটি করে ম্যাচে কিপিং করেছেন। সোহান ব্যবধান গড়ে দিতে যাচ্ছেন।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে