স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ওপর দুই মৌসুম খেলোয়াড় দল বদলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থার এই একটি সিদ্ধান্তে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর দল-বদলের পরিকল্পনা সম্পূর্ণ ওলট-পালট হয়ে গেছে।
চলতি মওসুম শেষে রিয়াল মাদ্রিদ তাদের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিক্রি করে দিবে বলে স্প্যানিশ মিডিয়ার খবর ছিল। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তাকে পাখির চোখ করেছিল। ক্লাবটির মালিক নাসের আল খেলাইফির রোনালদোর প্রতি প্রবল দুর্বলতা অনেক আগ থেকেই। রোনালদোকে দলে নেয়ার জন্য যত টাকা প্রয়োজন তিনি খরচ করবেন বলেও আগে জানান।
কিন্তু এখন তাদের সে পরিকল্পনা বাদ দিতে হচ্ছে। কারণ, এই মৌসুমের পরের দুই মৌসুম খেলোয়াড় কেনায় নিষিদ্ধ হওয়ায় রিয়াল এখন খেলোয়াড় বিক্রির কথা ভাবছে না। বরং কিভাবে আরও বিশ্বমানের খেলোয়াড় সেটাই চিন্তা করছে। চলতি মৌসুম শেষে রোনালদোকে বিক্রি করে দিলে তার বদলে রিয়াল বড় কাউকে পাবে কিনা তা নিশ্চিত। বিষয়টি বুঝে রোনালদোকে কেনার আশা বাদ দিয়েছে পিএসজি। তাদের তীরের নিশানা এবার ভিন্ন। রোনালদোকে বাদ দিয়ে এবার তাদের চাই নেইমারকে। বার্সেলোনার এ স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্যই এখন পিএসজি চেষ্টা করছে বলে ব্রিটিশ মিডিয়ার খবর। পিএসজির অধিনায়ক থিয়াগো সিলভাও এমনটার ইঙ্গিত দিলেন।
তবে নেইমারকে দলে ভেড়ানো যে কষ্টকর হবে সেটাও অস্বীকার করলেন না ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। বলেন, ‘আমি নেইমারকে অনেক পছন্দ করি। কিন্তু মনে হয় না- তাকে বার্সেলোনা ছাড়বে। আমার মনে হয়, নেইমারের চেয়ে মেসিকে পাওয়াটা সহজ হবে। এই মুহূর্তে তারা কোনোমতেই নেইমারকে ছাড়তে চাইবে না। তবে মেসিকে পিএসজিতে আনা অসম্ভব নয়। ফুটবলে কিছুই অসম্ভব নয়।’
যদিও পঞ্চম ফিফা ব্যালন ডি’অর পুরস্কর জেতার পর ফের মেসি বলেছেন যে, তিনি কখনো বার্সেলোনা ছাড়বেন না। তবে চলতি মৌসুম শেষে মেসি, নেইমার কিংবা লুইস সুয়ারেজের যে কোনো একজনকে বার্সেলোনা বিক্রি করে দিতে বাধ্য হতে পারে বলে ব্রিটিশ মিডিয়ার খবর। অর্থনৈতিক সঙ্কট মেটানোর জন্যই তারা এটা করতে পারে। এক্ষেত্রে নেইমারকে বিক্রি করে দেয়াও অসম্ভব নয়।
এতে প্রথমত, অর্থনৈতিক সঙ্কট কাটবে আর দ্বিতীয়ত, নেইমারকে নিয়ে কর ঝামেলা থেকেও মুক্ত হবে তারা। নেইমারকে কেনার পর বার্সেলোনার একের পর এর কর বিষয়ক ঝামেলায় পড়ছে। ফরাসি ক্লাব পিএসজির নতুন খেলোয়াড় কেনা ছাড়া উপায় নেই। এ বছর জুনেই দলের অন্যতম স্ট্রাইকার জালাতান ইবরাহিমোভিচের চুক্তির মেয়াদ শেষ হবে তাদের। তবে এখন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে কোনো কথা বলেনি পিএসজি।
অন্যদিকে আপাতত খেলোয়াড় বিক্রির চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। বরং বড় বড় নতুন খেলোয়াড় কেনার কথাই ভাবছে তারা। এক্ষেত্রে হ্যারি কেইন, ইডেন হ্যাজার্ড, জন স্টোনস ও গোলরক্ষক ডেভিড ডে গেয়া তাদের দৃষ্টিতে। অন্যদিকে বড় সঙ্কটে পড়তে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই মৌসুমের পর দুই মৌসুমে তারা খেলোয়াড় কেনার ওপর নিষেধাজ্ঞা পেয়েছে। এতে নতুন খেলোয়াড় না কিনতে পারলে কোচ দিয়েগো সিমিওনি অ্যাটলেটিকো ছেড়ে দেয়ার সম্ভাবনা আছে। আর তাকে পাওয়ার জন্য ইংলিশ ক্লাব চেলসি হা হয়ে আছে। সূত্র : মানবজমিন
১৬ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর