স্পোর্টস ডেস্ক: পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চাল-চলন, ফ্যাশন অন্য আট-দশজন খেলোয়াড়ের চেয়ে কিছুটা ভিন্ন। বিশেষ করে চুল নিয়ে তার বাড়তি সচেতনতা সবসময়ই। মাঠে দৌঁড়ে ঘাম ঝরালেও তার চুলের বাজ অবিন্যস্ত হবার না।
তবে এবার নিজের কেতাবি চুলের রহস্য ভাঙলেন নিজেই।
জানালেন, যে কোন জায়গায় যাওয়ার আগে নিজের চুলের পেছনে অনেকটা সময় খরচ করেন তিনি। ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন রোনালদো। সেই ছবি দেখা যাচ্ছে সাজঘরে বসে আছেন পর্তুগিজ অধিনায়ক এবং হেয়ার স্টাইলিস্ট ব্যস্ত তার চুলের পরিচর্যায়।
কী নেই রোনালদোর হেয়ার স্টাইলিস্টের কাছে। ক্রিম, জেল, লোশন, বিভিন্ন ধরনের কাঁচি। এই ছবি দেখে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভক্তরা বলা শুরু করে দিয়েছেন, এত যত্ন না নিলে কি আর চুল এমন সুন্দর রাখা যায়। এ জন্যই তো রোনালদো ফ্যাশন আইকন।
১৬ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর