শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০২:৪৩:৪০

যুব বিশ্বকাপে বাংলাদেশি তিন আম্পায়ার

যুব বিশ্বকাপে বাংলাদেশি তিন আম্পায়ার

স্পোর্টস ডেস্ক: আসন্ন যুব বিশ্বকাপ উপলক্ষ্যে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আন্তর্জাতিক প্যানেলের ১৮ আম্পায়ারে মধ্যে তিন জন বাংলাদেশি আম্পায়ার এতে দায়িত্ব পালনের কথা রয়েছে। দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশি তিনজন আম্পায়ার হলেন এনামুল হক মনি, শরফুদ্দৌলাহ ইবনে শহিদ সৈকত ও আনিসুর রহমান।

প্রসঙ্গত, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের চেত্তিথোদি শামসুদ্দিন ও  ইংল্যান্ডের টিম রবসন। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ফিলিপ জোনস। গ্রায়েম লা ব্রুয় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।

১৬ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে