স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হারানো এক মানিকের নাম আবদুর রাজ্জাক। দলের সতীর্থরা জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন। ক্ষোভ আর রাখতে পারলেন না আবদুর রাজ্জাক।
জাতীয় লিগে ঘটাণ বিস্ফোরণ। আবদুর রাজ্জাক জাতীয় লিগে ঘাম ঝড়ান বগুরার শহীদ চান্দু স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই দেশের হয়ে গড়েন এমন এক কীর্তি যেটা আগে করতে পারেননি অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটার।
প্রথম শ্রেণীর ক্রিকেটে দেশের অন্যান্য বোলারদের তাক লাগান জাতীয় দল থেকে ঝরে পড়া মানিক রাজ্জাক। সাউথ জোনের হয়ে রাজ্জাক প্রথম ম্যচেই ১১ টি উইকেট শিকার করেন।
দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই প্রথম। সর্বোচ্চ যায়গায় আসিন হয়েছেন রাজ্জাক। প্রথম শ্রেণীর ক্রিকেটে রাজ্জাকের উইকেট এখন ৪০১টি। এটি দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ৪১৮ টি উইকেট এনামুল হক জুনিয়রের।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর