শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৩:১৫:২৭

সাইফের সেঞ্চুরিতে যুব টাইগারদের সংগ্রহ ২৩৫

সাইফের সেঞ্চুরিতে যুব টাইগারদের সংগ্রহ ২৩৫

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ওপেনার সাইফ হাসানের অসাধারণ সেঞ্চুরির সুবাধে ২৩৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ যুব দল। দলের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান আসে ফেনীর ছেলে সাইফের ব্যাট থেকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৩৬ রান তুলতেই জয়রাজ শেখ (৯) ও জাকির হাসানকে (১) হারিয়ে বিপদে পড়ে যুবদল। তবে তৃতীয় উইকেটে সাইফ ও জাকের আলি ৪৭ রানের জুটিতে বিপদ কাটে টাইগারদের।

এরপর পুনরায় বিপদে পড়ে বাংলাদেশ। ৮৩ থেকে ৮৮ এই ৫ রানের ব্যবধানে জাকের ও মেহেদি হাসান মিরাজকে (০) হারিয়ে ফের ব্যাকফুটে চলে যায় স্বাগতিক শিবির।

তবে পঞ্চম উইকেটে সাইফের সঙ্গে দলের হাল ধরেন শফিউল হায়াত। দু’জনে ৮৭ রানের অসাধারণ জুটি গড়েন। দলীয় ১৭৫ রানের মাথায় শফিউল ফিরে গেলেও সাঈদ সরকার, আরিফুল ইসলাম ও মেহেদি হাসান রানাকে নিয়ে ছোট কিন্তু কার্যকরী জুটি গড়ে বাংলাদেশকে ২৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন ওপেনার সাইফ।

ওয়েস্ট ইন্ডিজ যুব দলের হয়ে ওদিয়ান স্মিথ, কিরস্টান কালিচরন ও গিরডন পোপ দুটি করে উইকেট নিয়েছেন।

১৬ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে