স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে এসেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবগুলো ম্যাচ খেলা হয়নি তার। দেশের হয়ে খেলার জন্য উড়ে যেত হয় তখন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ক্যারিবীয় দানব অ্যান্ড্রে রাসেল। পরে বিগ ব্যাসে যোগ দেন ক্যারিবীয় নায়ক অ্যান্ড্রে রাসেল। শনিবার টি-টোয়েন্টির আসর বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে মাঠে নামেন রাসেল।
মাঠে নামার পর ক্যারিবীয় নায়কের ব্যাটে শুরু হয় পাহাড় কাঁপানো ঝড়। খেলেছেন মাত্র ২০ বল। ২০ বলেই রাসেল দলকে উপহার দেন ৪৬ রান। ৪ ছয় ও ৩ চার ছিল তার ইনিংসে।
২০তম বলে ক্যাচ আউট হয়ে ফিরেন তিনি। সিডনি সিক্সার্সের বিপক্ষে থান্ডারের রান ২০২। এ রানের জবাবে ব্যাট করছে সিক্সার্স।
প্রসঙ্গত, ক্রিকেটবিশ্বে আগের ইমেজে নেই ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু অ্যান্ড্রে রাসেল, গেইল, মারলন, লুইচ, ব্রাভো ও পোলার্ড বিভিন্ন টি-টোয়েন্টি টুর্ণামেন্টে ভালো খেলে যাচ্ছেন।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর