শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৩:৫০:৫৩

গরু জবাইয়ের অভিযোগে ফেঁসেছেন ভারতীয় ক্রিকেটার

গরু জবাইয়ের অভিযোগে ফেঁসেছেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ভারতীয় পেসার মোহাম্মদ সামির পিতা তৌসিফ আহমেদ অভিযোগ করেছেন, গরু জবাই ইস্যুতে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। ‘গো-হত্যা’র মতো আবেগি বিষয়কে তাদের পরিবারের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এতে তারা খুবই বিপদে আছেন।

গরু জবাইয়ের একটি মামলায় আসামি গ্রেফতারকে কেন্দ্র করে পুলিশকে মারধর ও আসামিদের ছেড়ে দিতে পুলিশকে ‘চাপ’ দেয়ার অভিযোগে সামির ভাই মোহাম্মদ হাসিবকে গ্রেফতারের একদিন পর তিনি এ অভিযোগ করলেন। অবশ্য হাসিব পরবর্তীতে জামিনে বেরিয়ে এসেছেন।

গতকাল শুক্রবার টাইমস অব ইনডিয়াকে সামির বাবা বলেন, ‘আমার ছেলে এ ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল না। এমনকি অনেক পরে সে সেখানে উপস্থিত হয়। সেখানে সে অন্যদের মতোই ঘটনা দেখছিল। তাকে দুর্ভাগ্যবশত এ ঘটনায় জড়ানো হয়েছে।’ সামি ভারতীয় জাতীয় দলে অন্তর্ভুক্তির পর থেকেই কিছু লোক তাদের বিরুদ্ধে শত্রুতা শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, আমি একমাস আগে জেলা ম্যাজিস্ট্রেটকে ফোনে ঘটনার ব্যাপারে জানিয়েছি। হাসিবকে গ্রেফতার ওই ঘটনারই ফল। আমাদেরকে টার্গেট করেই গরু জবাইয়ের মতো ঘটনাকে কাজে লাগানো হচ্ছে।

যোগাযোগ করা হলে, আহরোহা জেলা ম্যাজিস্ট্রেট বেদ প্রকাশ বিষয়টি স্বীকার করে বলেন, এটা সত্যি যে মি. আহমেদ তার কাছে একটি অভিযোগ করেছিল যে, কিছু লোক তাকে ফোনে হুমকি দিচ্ছে। কিন্তু তিনি এ ব্যাপারে কাউকে নির্দিষ্ট করে দায়ী করতে পারেননি।

গত বৃহস্পতিবার বিকেলে দিদোলি পুলিশ স্টেশনের স্টেশন অফিসার প্রবিন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গরু জবাইয়ের মামলায় এক আসামিকে ধরতে গেলে হাসিব সেখানে বাধা দেয় এমনকি প্রদীপ ভদরাজ নামে এক কনস্টেবলের সাথে তার ধ্বস্তাধস্তি হয়। এই বিশৃঙ্খল অবস্থায় আসামি পালিয়ে যেতে সমর্থ হয়। এরপর পুলিশ হাসিবকে আটক করে এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

এ ব্যাপারে প্রদীপ কুমার জানান, গরু জবাইয়ের এক মামলায় রিজওয়ান নামক এক আসামিকে ধরে নিয়ে আসার সময় হাসিব পুলিশের গাড়ি থামায়। এ সময় সে বেশ হাঙ্গামা করে। আমরা তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এফআইআর দাখিল করেছি। কিন্তু তার শারীরিক সমস্যার কারণে তাকে জামিন দেয়া হয়। সূত্র : নয়া দিগন্ত

১৬ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে