শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৪:১২:৫২

শাস্তির মুখে অ্যান্ডারসন

শাস্তির মুখে অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতিমালা ভঙ্গের  দায়ে শাস্তির মুখে দাঁড়াতে হচ্ছে ইংল্যান্ডের তারকা খেলোয়াড় জেমস্ অ্যান্ডারসনকে।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, উইকেটের মাঝে হাঁটার দায়ে এর আগে দু’বার জেমস অ্যান্ডারসনকে হুঁশিয়ারী করেছিলেন আম্পায়ার। মূলত উইকেটের মাঝে হাঁটা আইসিসির নীতিমালা বিরোধী। জোহানেসবার্গের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ম্যাচের ১০০ তম ওভারে অ্যান্ডারসনকে আম্পায়ার আলিম দার সতর্ক করেন।

এর আগেই ৬১ ও ৯৪ তম ওভারেও ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক তাকে শতর্ক করেছিলেন তাকে। কিন্তু তিনি তা শোনেননি। আর তাই সব মিলিয়ে শেষ পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে অ্যান্ডারসনকে।

১৬ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে