শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৪:২৩:৪৮

একা ধোনিকে দোষারোপ করছেন না গাভাস্কার

একা ধোনিকে দোষারোপ করছেন না গাভাস্কার

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হারার পর ক্রিকেট বোদ্ধাদের বেশ সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অজিদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ার জন্য একা ধোনিকে দোষারোপ করা উচিত নয়, মনে করেন ভারতের সাবেক গ্রেট ক্রিকেটার সুনীল গাভাস্কার।

গত কাল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ধোনির ব্যাট থেকে এসেছে মাত্র ১১৮ রান। তারপরও হারের জন্য ধোনির অধিনায়কত্ব নিয়েও নানা মহলে হচ্ছে সমালোচনা।

সুনীল গাভাস্কার এই হারের জন্য ধোনি বাহিনীর মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ধায় করেছেন। তার মতে, মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় খেসারত কেন ধোনিকে দেবে। তবে, ধোনিকে আরো সময় দেয়া প্রয়োজন বলে মনে করেন ভারতের সাবেক গ্রেট সুনীল গাভাস্কার।

ফিনিশার হিসেবে ধোনির সুনাম আছে উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে খারাপ একটি সময় পার করছেন ধোনি। গেল বছরের অক্টোবরে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও হেরেছিল ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে