শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৪:৫৯:২৩

টাইগারদের চ্যালেঞ্জ মানছে জিম্বাবুয়ে কোচ

টাইগারদের চ্যালেঞ্জ মানছে জিম্বাবুয়ে কোচ

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আট বল হাতে রেখে চার উইকেটে জয়ের স্বাদ পায় স্বাগতিক বাংলাদেশ। স্বাগতিকরা আগেও এর আগেও অপেক্ষাকৃত আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে বাংলাদেশে পাড়ি জমান।

তবে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো বেশ চ্যালেঞ্জিং মনে করছেন জিম্বাবুয়ে দলের ব্যাটিং পরামর্শক দেয়া মারভান আত্তাপাত্তু।

শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ে দলের অনুশীলন শেষে আত্তাপাত্তু বলেন, ‘এটা বেশ চ্যালেঞ্জিং, তবে আমরা খুব ভালো দল হিসাবে খেলছি। বাংলাদেশও ভাল পর্যায়ে রয়েছে, তারা সম্প্রতি অনেক টি-টোয়েন্টি খেলেছে, শুধুমাত্র বিপিএলেই নয়, জাতীয় দলেও এবং তাদের হারিয়েছে। তাই এটা খুব বড় চ্যালেঞ্জ।’

মূলত বাংলাদেশ সিরিজের জন্য ব্যাটিং পরামর্শক হিসেবে রাখা হয়েছে শ্রীলঙ্কান এ লিজেন্টকে। আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হারের পর জিম্বাবুয়ের ব্যাটিং দুঃখ গোছাতে তাকে দলে ভিড়ানো হয়েছে। বিষয় গুলো নিয়ে বলেন, ‘১০ দিনে আমি অনেক কিছু করে ফেলতে পারবো না। আমি ডেভের সঙ্গে কাজ করছি, ওকে আমি অনেক বছর ধরে চিনি। ও প্রায় এক বছর যাবত জিম্বাবুয়ে দলের সঙ্গে রয়েছে। আশা করি দলকে সাহায্য করতে পারবো।’

১৬ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আরিফুর রাজু/এআর                                                                      

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে