সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৪০:৪১

ডালমিয়ার শেষকৃত্যে যে কারণে যোগ দিতে পারেনি বিসিবি

ডালমিয়ার শেষকৃত্যে যে কারণে যোগ দিতে পারেনি বিসিবি

স্পোর্টস ডেস্ক: আইসিসির সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার মৃত্যুতে শোকে কাতর পুরো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের টেস্ট স্টেটাস পাওয়ার ক্ষেত্রে অবদান রাখা টাইগারদের পরম বন্ধু ডালমিয়ার মৃত্যুতে অনেকের মতো শোকের ছায়া বিরাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। তাই তো বাংলাদেশের ক্রিকেটের প্রকৃত বন্ধুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

ডালমিয়ার শেষকৃত্যে অংশ নেয়ার উদ্যোগ ছিল বিসিবির। কিন্তু ভিসা জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। তবে তার পরিবারের সাথে বিসিবির একটি প্রতিনিধি দল দেখা করতে যেতে পারে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তবে সেটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশে ফেরার পর।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিসিবির পক্ষ থেকে ডালমিয়ার শেষকৃত্যে অংশগ্রহণের উদ্যোগ ছিলো। কিন্তু ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে যথাসময়ে তা সম্ভব হয়নি। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন দেশে ফিরলে বিসিবির একটি প্রতিনিধি দল ডালমিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারে।’

ডালমিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘জগমোহন ডালমিয়া আমাদের ক্রিকেট এতোদূর আসার পিছনে ভূমিকা রেখেছেন। আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার বিপক্ষে অনেক গোষ্ঠি সক্রিয় ছিলো। কিন্তু তিনি আমাদের সহায়তা করেছেন। তার মৃত্যু আমাদের জন্য নিঃসন্দেহে বড় একটা ক্ষতি।’
২১ সেপ্টেম্বর, ২০১৫ এমটি নিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে