স্পোর্টস ডেস্ক: গতকাল খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়াসে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন মাশরাফি বাহিনীরা। সেই ম্যাচের পরিসংখ্যায় দেখা যাচ্ছে টাইগার বোলাদের নৈপুণ্যে কারণে বড় স্কোর দাঁড় করতে পারচ্ছেন না জিম্বাবুয়ে ক্রিকেট টিম।
গতকাল চার ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে খুলনায় জিম্বাবুয়ের দারুণ সূচনার পরও ১৬৩ তে থামিয়ে দেয়ার মুল কৃতিত্ব টাইগার পেসারদের। জিম্বাবুয়ে ইনিংসে শেষ চার ওভারে পাঁচ উইকেট তুলে নেয় বাংলাদেশ। যা স্কোরকে বাংলাদেশের নাগালের বাইরে যেতে দেয়নি।
বদলে যাওয়া ধারাটা ২০১৬ তে ও ধরে রাখলো বাংলাদেশ। গত বছরে চার পেসার নিয়ে মাঠে নামার সাহস দেখিয়েছিল টাইগাররা। নতুন বছরের প্রথম ম্যাচেও সেরা একাদশে তিন তিনজন পেসার। স্পিনাররা নন, ম্যাচে পার্থক্য গড়ে দিলেন পেসাররাই।
মাসাকাদজা আর সিবান্দার ১০১ রানের উদ্বোধনী জুটিতে ১৬ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোরবোর্ডে দুই উইকেটে ১৪২। সেখান থেকে ম্যাচের লাগাম টেনে ধরলেন মুস্তাফিজ-আল আমিনরা।
মুস্তাফিজ আর আল আমিন শেষ চার ওভারে রান দিলেন মাত্র ২১, উইকেট নিলেন পাঁচটি। টাইগার পেস অ্যাটাক সামলাতে না পেরে জিম্বাবুয়ে থামলো ১৬৩ রানে। মুস্তাফিজ-আল আমিনের ঐ স্পেল না থাকলে হয়তো ১৮০’র কাছাকাছি রান তাড়া করতে হতো স্বাগতিকদের। ফলে দেখা যায় টাইগাররা বোলারদের নৈপুণ্যে এবং নিজেদের ব্যাটিং সাফল্যের জন্য নতুন বছরের প্রথম জয় তুলে নিয়েছেন ৪ উইকেট হাতে রেখেই।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস