স্পোর্টস ডেস্ক : সব কীর্তিত্বটা মাশরাফি বিন মর্তুজার প্রাপ্য। বিশ্বকাপের জন্য চেষ্টায় সফল হয়েছে বাংলাদেশ। ভারতের শক্তিশালী মিডিয়া আনন্দবাজার বাংলাদেশের ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছেন।
খোদ ভারতের এই প্রভাবশালী মিডিয়া বলছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে বাংলাদেশ সাধারণ দৃষ্টিতে নেয়নি। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ আসরের জন্য যাচাই বাছাইয়ের ক্ষেত্র হিসাবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে সোহানের অভিষেক ও মুশফিককে কিপিং থেকে দূরে রাখাকে সঠিক সিদ্ধান্ত হিসাবে দেখছে আনন্দবাজার। সাকিবকে ছয় নম্বরে ব্যাটিংয়ে নামিয়ে সফল হয়েছে বাংলাদেশ বলেও উল্লেখ করে আনন্দবাজার।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ বল বাকি রেখে ৪ উইকেটে জয় পায়। এই অর্জনের সব কীর্তিত্ব মাশরাফিকে দিয়েছে ভারতীয় মিডিয়া। টাইগারদের প্রশংসায় ভাসায় ভারতীয় মিডিয়া।
দলের নতুন ক্রিকেটার সোহানের পারফর্মের পাশাপাশি সাব্বিরের ব্যাটিংয়ের গুনগান রয়েছে ওই মিডিয়ায়।
১৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর