শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৫:৩১:০১

আরেকটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন পাপন

আরেকটি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন পাপন

স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে আরেকটি  টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্ধোধন করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শনিবার কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন তিনি।

স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে কিশোরগঞ্জে এই প্রথমবারের মতো শুরু হয়েছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। কিশোরগঞ্জে আগামী ১৬ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি গাজী টায়ার টি-২০ ক্রিকেট এই টুর্নামেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। জেলার ১২টি দল টুর্নমেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দেড় লক্ষ টাকা প্রাইজমানি দেওয়া হবে।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে