স্পোর্টস ডেস্ক: নতুন বছরের পাকিস্তান ক্রিকেটের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে বছর শুরু করেছে তারা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে পাকিস্তানি ক্রিকেট দলকে সতর্ক করে দিয়েছেন দলের প্রধান কোচ ওয়াকার ইউনিস। কারণ ওয়াকারের ধারণা দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড অনেক শক্তিশালী হয়ে ফিরবে।
গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে পাকিস্তান জয়ী হয়েছে। ওয়াকার বলেছেন, ‘জিততে পেরে আমরা খুবই খুশি। অবশেষে আমরা হারের শিকল থেকে বের হতে পেরেছি। কিন্তু আমি এখনো বলছি ঘরের মাঠে নিউজিল্যান্ড অনেক বেশি মারাত্মক হতে পারে আমাদের জন্য। তাই দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের এই সাবেক অধিনায়ক এবং ফাস্ট বোলার আরও বলেছেন ‘নিউজিল্যান্ডের পূর্ণ উদ্যোমে ফিরে আসার সক্ষমতা আছে। আর তাদের ক্রিকেটাররা ইতোমধ্যে সেই প্রস্তুতিও নিচ্ছে। দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য অনেক কঠিন হবে। আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস