শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৬:২২:২০

বাকি ম্যাচগুলোও জিততে চান সাব্বির

বাকি ম্যাচগুলোও জিততে চান সাব্বির

স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি সব ম্যাচগুলো জিততে চান বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান। আজ শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন তিনি।

গতকাল খুলনায় প্রথম টি-টেয়েন্টি ম্যাচে বাংলাদেশ ৮ বল বাকি রেখে ৪ উইকেটে জয় পায়। এই জয়ের সব কীর্তিত্ব সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে। সাব্বিরের পাশাপাশি সাকিবও দারুণ ভূমিকা রেখেছেন।

শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সাব্বির জানান, সব সময় আমাদের একটাই পরিকল্পনা, জয়। বছরের প্রথম ম্যাচটি জিততে পারায় শুরুটা ভালো হয়েছে। এশিয়া কাপের আগে এ সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা চাই চারটি ম্যাচই জেতার জন্যে।

নিজেদের প্রক্রিয়া ঠিক রেখে পরের ম্যাচ খেলতে চান বলে জানান সাব্বির। এ জন্য দল থেকে চাপ আসলে নিজেদের মধ্যে নেই বলেও উল্লেখ করেন তিনি। যেভাবে খেলছেন পরের ম্যাচেও সেভাবেই খেলতে চান এই ব্যাটসম্যান। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলার জন্যে জন্য প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

তিনি আরো জানান, প্রথমে যারা ব্যাটিং করি তারা বল টু বল খেলি। প্রথম ছয় ওভার যেন ব্যবহার করতে পারি সেটাই কাজ আমাদের। ম্যাচের উপর নির্ভর করে আমরা প্রথমে ব্যাটিং করি নাহয় শেষে ব্যাটিং করি।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে