স্পোর্টস ডেস্ক: গতকাল বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছিলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যদিও পরের ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে শেষ চারে জায়গা করে নেয় মামুনুলরা। একদিন কাণ্ড, তবে তা বাংলাদেশ অলিম্পিক দলের অনুকূলে নয়।
শনিবার বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অলিম্পিক দল। মাঠে নামার আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ অলিম্পিক দল। কারণ দিনের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে মালদ্বীপ ও বাহরাইনের মধ্যে। ফলে এই দুটি দল সেমিফাইনালে উঠে গেছে। পরের ম্যাচের ফলাফল কোন কাজেই আসবে না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের জন্য।
বি গ্রুপে তিন ম্যাচে মালদ্বীপের পয়েন্ট সাত, সমান ম্যাচে বাহরাইনের পয়েন্ট পাঁচ। আর দুই ম্যাচে বাংলাদেশ অলিম্পিক দলের পয়েন্ট মাত্র এক। কম্বোডিয়ার কোন পয়েন্ট অর্জন করতে পারেনি। ফলে বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে সেমিতে নাম লেখালো মালদ্বীপ। আর রানার্স আপ হিসাবে বাহরাইন। সেমিফাইনালে বাহরাইন মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। অন্যদিকে মালদ্বীপ মোকাবেলা করবে নেপালের।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস