শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৭:১৭:০৮

মেলবোর্নে জাদেজা-অশ্বিনকে বোলিংয়ে আগুন জ্বালাতে বললেন ধোনি

মেলবোর্নে জাদেজা-অশ্বিনকে বোলিংয়ে আগুন জ্বালাতে বললেন ধোনি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেও ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মুখে বড় কথা। ওয়াকার ও গাব্বায় তিনশোর উপর রান তুলেও শেষে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়েছে ভারতকে। তাই আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচে মেলবোর্নে অশ্বিন-জাদেজাদের কে বোলিং আগুন জ্বালাতে বললেন এই অধিনায়ক।  

স্বাগতিকদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে মুখ থুবড়ে পড়ায় তৃতীয় ওয়ানডের বল গড়ানোর আগে স্ট্র্যাটেজি বদল নিয়ে চিন্তাভাবনা করছেন ধোনি। আগে ব্যাট না-করে, পরে রান তাড়া করার চিন্তা যদি ভারত অধিনায়কের মাথায় ঘুড়পাক খাচ্ছেন তিনি। কারণ আগে ব্যাট করে ভারত তিনশোর বেশি রান স্কোরবোর্ডে তুলে ফেললেও, হতশ্রী বোলিংয়ের জন্য শেষমেশ অজিরাই শেষ হাসি হাসছে।

তাই রোববার মেলবোর্নে টসে জিতে প্রথমে বোলিং নিতেই পারেন ধোনি। আর যদি প্রথমে ধোনি বোলিং নেনে। তাদের ভারতীয় বোলারদের জন্য হতে পারে অগ্নিপরীক্ষা। মেলবোর্নে কি আগুন জ্বালাতে পারবেন অশ্বিন-জাদেজারা? বোলারদের করতে হবে নিজেদের কাজ। ভারত-অধিনায়কের হাতে এই মুহূর্তে দুইটা রাস্তা খোলা রয়েছে। প্রথমে ব্যাট করে ৩৩০-৩৪০ রান স্কোরবোর্ডে তোলা। অথবা পরে ব্যাট করে রান তাড়া করা।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে