স্পোর্টস ডেস্ক: ভারতী জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোহাম্মদ সামির বাবা তৌসিফ আহমেদ বোমা ফাটালেন শনিবার। পরিষ্কার জানিয়ে দিলেন, তাঁর পরিবার ‘বিপন্ন’। ইচ্ছাকৃতভাবে তাঁদের বিরুদ্ধে গরু জবাইয়ের অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন সামির বাবা।
এখানেই বক্তব্য শেষ নয় সামির বাবার, তিনি আরো বলেন, ‘‘আমার ছেলে ঘটনাস্থলেই ছিল না। অনেক পরে সেখানে পৌঁছয়। সেদিন অনেকেই তো সেখানে উপস্থিত ছিলেন। অন্যদের মতো আমার ছেলেও সেখানে হাজির ছিল। কিন্তু ওকে ইচ্ছাকৃতভাবে বিতর্কে জড়ানো হয়েছে।
এর কারণ কী? বরফ গলিয়ে শামির বাবা বলছেন, অনেকেই আমাদের পরিবারকে হিংসা করে। শামি জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আমাদের পরিবারের সামাজিক মর্যাদাও বেড়ে গিয়েছে। সামি একজন ভারতীয় দলের ক্রিকেটার বলে এটা অনেকেই সহ্য করতে পারছেন না।
এক গরু পাচারকারীর পাশে দাঁড়ানোর অভিযোগে বৃহস্পতিবার শামির দাদা মোহাম্মদ হাসিবকে গ্রেফতার করেছিল উত্তর প্রদেশ পুলিশ। উত্তর প্রদেশের আমরোহা থানা এলাকায় গরু পাচার করার অভিযোগে এক ব্যক্তিকে ধরেছিল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের সঙ্গে পুলিশের তুমুল তর্কাতর্কিও বেঁধে যায়। শামির দাদা নাকি পুলিশের উর্দি ছিঁড়ে দিয়েছেন, এমন অভিযোগও ওঠে। এর পরে শনিবার শামির বাবা বোমা ফাটান। জানিয়ে দেন, তাঁর পরিবারকে ইচ্ছাকৃতভাবে বিতর্কে জড়ানো হচ্ছে।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস