শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৬:৩৮

বেশি বেশি ছক্কা মারতে অধ্যায়নে মাশরাফি

বেশি বেশি ছক্কা মারতে অধ্যায়নে মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের তিন ফরম্যাটে মিলে এই পর্যন্ত ৮৯ টি ছক্কা মেরেছে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়ন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে মাশরাফির চাইতে বাংলাদেশের এখন বেশি ছক্কার মালিক তামিম ইকবাল। বাংলাদেশি এই ওপেনিং ব্যাটসম্যান গতকাল খুলানায় জিম্বাবুয়ে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ক্যারিয়ারের ১০০ তম ছক্কা পূরণ করে নিয়েছেন।  

হার্টহিটার তামিমের ছক্কার সেঞ্চুরি দেখে নিজেকে প্রস্তুত করছেন অধিনায়ক মাশরাফি। আজ শনিবার খুলনার শেখ নাসের স্টেডিয়ামের একপ্রান্তে তখন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। নেটের ভিতরে চলছে তুমুল ব্যাটিং প্র্যাকটিস। কিন্তু তামিম, সাকিব, মুশফিক, সাব্বিরসহ দলের প্রতিষ্ঠিত সব ব্যাটসম্যানকেই দেখা গেল নেটের বাহিরে দাঁড়িয়ে অত্যন্ত মনোযোগের সাথে নেটের ভিতরে অনুশীলন্রত ব্যাটসম্যানের ব্যাটিং পর্যবেক্ষণ করছেন। কে তাহলে সেই ব্যাটসম্যান?

ব্যাটসম্যানটি আর কেউ নন, দেশসেরা পেসার, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর ব্যাটিং অনুশীলনের পুরো সময়টি জুড়ে তিনি খেললেন বিগ বিগ শটস, অর্থাৎ পিটিয়ে বলকে ঠিক কতদূরে ফেলা যায়, ঠিক যেন তারই অধ্যায়ন চলছে। কিছু বুঝলেন? এর মানি হচ্ছে, ভবিষ্যতে আরো বেশি বেশি ছক্কা মারার জন্য অধ্যায়ন করছেন মাশরাফি।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে