শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ০৯:০২:৫৭

ফুরফুরে মাশরাফি শিবির, জয়ের জন্য দিশেহারা জিম্বাবুয়ে

ফুরফুরে মাশরাফি শিবির, জয়ের জন্য দিশেহারা জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: গতকাল সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাশরাফি বাহিনী যেভাবে জিতেছে তা বলে দেয় যে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের দক্ষতা আগের চেয়ে বেড়েছে। বছরের প্রথম  জয় পেয়ে মাশরাফি বাহিনী এখন ফুরফুরে মেজাজে রয়েছেন। অন্যদিকে বছরের প্রথম জয় পাওয়ার জন্য অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

শনিবার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন ছিল না। তবুও ঐচ্ছিক অনুশীলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশ দলের সব ক্রিকেটার। তবে শুরুর দিকে মাঠে এসে অনুশীলনে করেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুর দুইটায় বাংলাদেশ দলের অনুশীলনের আগে সকাল দশটায় অনুশীলনে নামে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

বাংলাদেশ যতটা নির্ভার ছিল জিম্বাবুয়ে ছিল ঠিক তার উল্টো। আফগানিস্তানের বিপক্ষে হারের ধকল কাটতে না-কাটতেই বাংলাদেশের বিপক্ষে হারের তিক্ত স্বাদ পাওয়া দলটি একটি জয়ের খোঁজে আছে। বাংলাদেশের ‘লাকি’ ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠতে চায় সফরকারীরা। অনুশীলনে পুরো দল ছিল বেশ মনযোগী।

এশিয়া কাপ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জিম্বাবুয়ের বিরুদ্ধে এই সিরিজটি মূলত খেলোয়াড়দের দেখে নেয়ার সিরিজ। টি-টোয়েন্টি মিশনকে সামনে রেখে দলের ভাল একটি কম্বিনেশন খুঁজে নেয়ারই ভাল সময় এটি।

জিম্বাবুয়ের বিরুদ্ধে এ পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে চারটিতে। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি ১-১ ড্র করে মাশরাফিরা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগামীকাল রবিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।

এই ম্যাচ সামনে রেখে বাংলাদেশের সাব্বির রহমান বলেছেন, বছরের প্রথম ম্যাচে জয় পাওয়াটা ভাল। এশিয়া কাপের আগে এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ। আমরা চারটি ম্যাচই জিততে চায়।

জিম্বাবুয়ে দলের হ্যামিলটন মাসাকাদজা বলেছেন, আমরা যেভাবে ব্যাটিং শুরু করেছিলাম তা ইতিবাচক ছিল। এক পর্যায়ে আমাদের স্পিনাররা ভাল বল করেছিল। সুতরাং, ওই ম্যাচ থেকে আমাদের ইতিবাচক কিছু নেয়ার আছে।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে