স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিরুদ্ধে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। রবিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।
ইএসপিএন ক্রিকইনফোর সূত্র অনুযায়ী প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মুশফিকুর রহিমের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন নুরুল হাসান।তাছাড়াও আরাফাত সানিকে একাদশে দেখা যেতে পারে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস