স্পোর্টস ডেস্ক: টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শিষ্যদের কাছ থেকে ‘স্মার্ট ব্যাটিং’ চান জিম্বাবুয়ের ব্যাটিং পরামর্শক মারভান আতাপাত্তু। কারণ বাংলাদেশে এসে মাশরাফি বাহিনীর চোখ ধাঁধানো খেলা দেখে সত্যিকারে অভিভূত হয়েছেন আতাপাত্তু।
আপাতত কেবল বাংলাদেশ সফরে হ্যামিল্টন মাসাকাদজা, এল্টন চিগুম্বুরাদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন আতাপাত্তু। সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিষ্যদের যতটা সম্ভব প্রস্তুত করতে চান শ্রীলঙ্কার এই সাবেক অধিনায়ক। শনিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দলের অনুশীলনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জিম্বাবুয়ে দলের প্রধান ব্যাটিং পরামর্শক মারভান আতাপাত্তু।
এ সময় তিনি জানান, ওয়ানডে ক্রিকেটে গত বছরটা বাংলাদেশের দুর্দন্ত কেটেছে। মাশরাফি বাহিনীর বছরজুড়ে এমন পারফরম্যান্সে মুগ্ধ জিম্বাবুয়ের এই ব্যাটিং পরামর্শক, দেখেন সব দলেরই চেহারা বদলাচ্ছে। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশ খুবই উচু পর্যায়ে আছে।
বাংলাদেশ সফরে আসার আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে জিম্বাবুয়ে। সামনে তাই বড় চ্যালেঞ্জ দেখছেন আতাপাত্তু।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস