শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ১০:৪৯:৪৩

দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশে ব্যাপক পরিবর্তন

দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশে ব্যাপক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: গতকাল খুলনায় বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য এই জয়ের ধারা অব্যাহত রাখা। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচে জিম্বাবুয়ে ক্রিকেট টিমের ব্যাপক পরিবর্তন আসতে।

ক্রিকইনফো সূত্র অনুযায়ী দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য একাদশে জিম্বাবুয়ে দলের বোলিং লাইন-আপে পরিবর্তন দেখা যেতে পারে। সেক্ষেত্রে নেভিল মাদজিভা, টেন্ডাই চিসোরো অথবা তৌরারি মুজারাবানিকে খেলাতে পারে জিম্বাবুয়ে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।

জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য): হ্যামিলটন মাসাকাদজা, ভুসি সিবান্দা, সেন উইলিয়ামস, পিটার মুর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, এলটন চিগুম্বুরা (অধিনায়ক), ব্রায়ান ভিটোরি, ওয়েলিংটন মাসাকাদজা, লুকে জংউই, গ্রায়েম ক্রেমার।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে