শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ১১:০৮:৪৪

১ রানে পাঁচ উইকেট, ক্রিকেটবিশ্বে তোলপাড়

১ রানে পাঁচ উইকেট, ক্রিকেটবিশ্বে তোলপাড়

স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৩ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ইনিংসে ছয় ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন! ১৯৯২ সালের পর ঘরের মাঠে টেস্টে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর।

প্রোটিয়াদের ব্যাটিং লাইন একাই ধসিয়ে দিয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ১৭ রানে ৬ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। তবে সর্বোচ্চ মজার ব্যাপার হচ্ছে ইনিংসের প্রথম পাঁচ উইকেটই যায় তার তিনি। ৩৬ বলের মধ্যে ১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের গতি প্রকৃতি নির্ধারণ করে দেন ব্রড। টেস্টে এটি ব্রডের পাঁচ উইকেটের সপ্তম স্পেল। তার দাপটে বিনা উইকেটে ২৩ থেকে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৩৫/৫।

দক্ষিণ আফ্রিকা  ব্রডের এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি।ফলে মাত্র ৩৩.১ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় দলটির দ্বিতীয় ইনিংস। শেষ পর্যন্ত ১৭ রানে ৬ উইকেট নেন ব্রড। দারুণ এক ফিরতি ক্যাচ নিয়ে ফাফ দু প্লেসিকে ফিরিয়ে স্বাগতিকদের ইনিংসের শেষটা টানেন তিনিই। টেস্টে এনিয়ে ১৫ বার পাঁচ উইকেট নিলেন ব্রড।  

শনিবার জোহানেসবার্গ প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩১৩ রানের জবাবে ৩২৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।উদ্বোধনী জুটিতে ডিন এলগার ও ফন জিল মিলে ২৩ রান তুলেছিলেন। এ জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ।

এলগারকে (১৫) জনি বেয়ারস্টোর ক্যাচে পরিণত করে উইকেটের সূচনা করেন ব্রড। খানিক বাদে এসে ফন জিলকে (১১) বেন স্টোকসের তালুবন্দি করান এই পেসার।এরপর নিজের টানা তিন ওভারে এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা ও তেম্বা বাভুমাকে সাজঘরের পথ দেখান ব্রড। আমলার ব্যাট থেকে আসে ৫ রান। আর ডি ভিলিয়ার্স ও বাভুমা- দুজনই ডাক মারেন।

এরপর ড্যান ভিলাসকে (৮) জেমস টেলরের ক্যাচে পরিণত করেন আরেক পেসার স্টিভেন ফিন। ক্রিস মরিসকে বোল্ড করেন স্টোকস। ফলে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৬ রান। অষ্টম উইকেটে কাগিসো রাবাদাকে নিয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন ফাফ ডু প্লেসিস। তবে রাবাদাকে (১৬) ফিরিয়ে ২১ রানের জুটি ভাঙেন স্টোকস। ৬৭ রানেই ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার তখন মুমূর্ষু অবস্থা!

তখনো মুমূর্ষু দলকে কিছুটা অক্সিজেন জোগানোর শেষ ভরসা হয়ে ক্রিজে ছিলেন ডু প্লেসিস। তবে স্কোরবোর্ডে ১০ রান যোগ হতেই তাকে রেখে বিদায় নেন ভিজয়েন (৬)। ভিজয়েনকে এলবিডব্লিউ করেন জেমস অ্যান্ডারসন। এরপর ডু প্লেসিসকে (১৪) নিজের ফিরতি ক্যাচ বানিয়ে প্রোটিয়াদের ইনিংসের ইতি টেনে দেন ব্রড।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে