শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬, ১১:৪১:৪৬

২৫ বলেই আমলাদের এগারো উইকেট সাজঘরে

২৫ বলেই আমলাদের এগারো উইকেট সাজঘরে

স্পোর্টস ডেস্ক: স্টুয়ার্ট ব্রডের অসাধারণ এক স্পেলে তিন দিনেই জোহানেসবার্গ টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড। তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে অতিথিরা। তবে দুঃখের বিষয় হলো এদিন মাত্র ২৫ বলেই আমলাদের এগারো উইকেট আউট হয়ে ফিরে যায় সাজঘরে। প্রোটিয়াদের ব্যাটিং লাইন একাই ধসিয়ে দিয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ১৭ রানে ৬ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।

শনিবার জোহানেসবার্গ প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩১৩ রানের জবাবে ৩২৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা।উদ্বোধনী জুটিতে ডিন এলগার ও ফন জিল মিলে ২৩ রান তুলেছিলেন। এ জুটি ভাঙার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ।

বিনা উইকেটে ২৩ থেকে মুহূর্তের মধ্যে দক্ষিণ আফ্রিকা পরিণত হলো ৫ উইকেটে ৩৫। অন্য বোলাররাও পরে যোগ দেন এই উইকেট-উৎ​সবে। ফাফ ডু প্লেসিকে নিজের বলে আউট করে ব্রডই করেছেন শেষ কাজটা, ইনিংস শেষ করেছেন ১৭ রানে ৬ উইকেট নিয়ে।

ইংলিশদের রান তাড়ার প্রথম থেকেই কৌতূহল ছিল শুধু একটি বিষয় নিয়ে। কয় উইকেটে জিতবে সফরকারীরা? একসময় মনে হচ্ছিল ১০ উইকেটেই হারতে হচ্ছে ডি ভিলিয়ার্সদের। কিন্তু জয় থেকে মাত্র ১০ রান দূরে এসে ধৈর্য হারান অ্যালেক্স হেলসরা। দক্ষিণ আফ্রিকান বোলারদের অকারণে ৩ টি উইকেট উপহার দিয়ে আসেন তাঁরা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ম্যাচ জেতে কুকের দল।
১৬ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে