স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিনের টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান অর্জনকারী দক্ষিণ আফ্রিকা অবশেষে খোয়ালেন তাদের টেস্ট রাজত্ব। ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা হারতেই ভারতের জন্য এল সুখবর। শীর্ষ স্থানে উঠে এলো ভারতীয় ক্রিকেট দল।
২০১৫-র জানুয়ারি থেকে ন’টির মধ্যে পাঁচটি ম্যাচই হেরেছে দক্ষিণ আফ্রিকা। এক বছরের বেশি হয়ে গিয়েছে টেস্টে জয়ের মুখ দেখেননি ডি ভিলিয়ার্সরা। চতুর্থ টেস্টে যদি ইংল্যান্ডকে হারিয়েও দেয় তাহলেও শীর্ষস্থান আপাতত ফিরে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। থাকতে হবে তিন নম্বরেই। দ্বিতীয় স্থানে উঠে এলো অস্ট্রেলিয়া। শনিবার ইংল্যান্ডের কাছে সাত উইকেটে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৮৩ রানে অল-আউট হয়ে যায়।
প্রথম ইনিংসে আমলারা ৩১৩ রান করতে পারলেও দ্বিতীয় ইনিংসে কেউই দাঁড়াতে পারলেন না। ইংল্যান্ডও যে ভাল খেলে জিতেছে তেমনটা নয়। প্রথম ইনিংসে কুক, ব্রডরা ৩২৩ রানেই অল-আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে সেই সুযোগ নিতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে মাত্র ৭৪ রান করেই ম্যাচ জিতে সিরিজ ২-০ করে নেয় ইংল্যান্ড।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি