স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক আইকন ক্রিকেটার আবদুর রাজ্জাক। জাতীয় দলে নেই তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে এর আগে ছিটকে যান রাজ্জাক।
টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো দলের বাইরে থাকতে হবে আবদুর রাজ্জাককে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪০০ টি উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন আবদুর রাজ্জাক।
আবদুর রাজ্জাকের মুখে এখন ক্ষোভ আর আক্ষেপ। রাজ্জাক কোথায় রাখবেন এই দুঃখ? দলকে থেকে ছিটকে যাওয়ার জন্যই রাজ্জাকের মনে এই ব্যথা। রাজ্জাক প্রশ্ন ছুড়ে বলেন, আমাকে কেন জাতীয় দলে নেয়া হয়েছিল?
রাজ্জাকের এই প্রশ্নের উত্তর কে দেবে? এর উত্তর হয়তো হতে পারে জাতীয় দলে ডাক পাওয়ার বার্তা পাওয়াটাই। রাজ্জাক বলেন, বিশ্বকাপ মিস ও জাতীয় দলের বাইরে থাকা বিষয়টিই কষ্টদায়ক।
রাজ্জাজ বলেন, ঘরের মাঠের আসরে আমি খেলতে পারব না। এটা খুবই কষ্টের।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর