স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি২০ সিরিজের প্রথমটিতে জয় তুলে নিয়ে বেশ স্বাচন্দে আছেন বাংলাদেশ ক্রিকেট দল। আর অন্যদিকে এলটন চিগুম্বুরার দল জয়ের নেশায় মরিয়া হয়ে আছেন খানিকটা হতাশায়।
একপক্ষ জয়ের নেশায় মরিয়া হয়ে এবং অন্য পক্ষ জয়ের ধারা অব্যহত রাখতে রবিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল তিনটায় মাঠে নামবে।
আসুন দেখে নিই দ্বিতীয় ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর