রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ০৯:২৩:৫৫

পরিবারের সবাইকে নিয়ে নামাজ আদায় করছেন শহিদ আফ্রিদি

পরিবারের সবাইকে নিয়ে নামাজ আদায় করছেন শহিদ আফ্রিদি

জুবায়ের রাসেল: বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ক্রিকেট মাঠে যার ব্যাটিং ঝড় দেখার জন্য উদগ্রিব হয়ে বসে থাকেন ক্রিকেট বিশ্বের কোটি কোটি ভক্ত-দর্শক।

তবে তিনি শুধু ক্রিকেট মাঠেই সেরা নয়, বরং শহিদ আফ্রিদি একজন ধার্মিক খেলোয়াড়ও বটে। যিনি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও নামাজ আদায় করতে একটুও ভুলে যান না। খেলার ফাঁকে পাকিস্তান ক্রিকেট দল স্টেডিয়ামেই নামাজ আদায় করার দৃষ্টান্ত স্থাপন করে বহু আগে। তখন থেকে ভক্তরা পাকিস্তান ক্রিকেট দলকে একটু আলাদা চোখেই দেখতেন।

সম্প্রতি বুম বুম খ্যাত পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি ও তার পরিবারের সদস্যদের নামাজ আদায় করার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ভক্তদের শুভেচ্ছা ও সাধুবাদে সিক্ত হতে থাকেন আফ্রিদি। তবে ওই ছবিটি কে বা কারা পোষ্ট করেছেন তা জানা যায় নি।

উল্লেখ্য, আফ্রিদি পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৪৯টি একদিনের আন্তর্জাতিক, ৫৬টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
১৭ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে