স্পোর্টস ডেস্ক: ৫০ তম ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে অভিষেক হয় কাজী নুরুল হাসান সোহানের। তবে উত্তেজনাকর খুশির দিনের ম্যাচে তার খেলা দেখতে মাঠে যাননি বাবা-মা।
এর কারণ হিসেবে তার বাবা কাজী নাসিবুল হাসান জানালেন, ‘আমি আর ওর (সোহানের) মা ছাড়া সবাই মাঠে ছিল। আসলে আমি যাওয়ার জন্য গাড়িতে উঠেছিলাম। কিন্তু সোহানের সাফল্যের জন্য ওর মা রোজা রাখায় একা একা ইফতার করতে হবে বলে আমি আর যাইনি। তবে টিভিতে খেলা দেখেছি। রাতে ও বাসায় এসেছিল কিছুক্ষনে জন্য। সবার সাথে দেখা করে গেছে।’
নিজ শহর খুলনায় অভিষেক হয়েছে সোহানের। এমন ছেলের বাবা হতে পেরে গর্বিত সোহানের বাবা কাজী নাসিবুল হাসান সানু। তিনি ফুটবলার হলেও জাতীয় দলে খেলার স্বপ্ন অধরা থেকে যায়। যে কারণে ছেলেকে তার ইচ্ছানুযায়ীই ক্রিকেটে উৎসাহ জুগিয়েছেন বলেই ছেলের মাধ্যমে নিজের জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ করেছেন। তথ্যসূত্র : নয়া দিগন্ত
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর