স্পোর্টস ডেস্ক : মাঠে এবং মাঠের বাইরে সময়টা একদমই ভালো যাচ্ছে না মুহাম্মদ শামির৷ চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর মাঠের বাইরে এমন একটা খারাপ খবর অপেক্ষা করে থাকবে ভাবতে বোধহয় তিনি৷ গরু জবাই করার অভিযোগে ক্রিকেটার মুহাম্মদ সামিকে নিয়ে যা হচ্ছে, সেটা খুবই বেমানান।
বৃহস্পতিবার শামির দাদা মুহাম্মদ হাসিবকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। সামিদের বাড়িতে গরু জবাই করা হয়েছে বলে অভিযোগ।
উত্তরপ্রদেশের আমরোহা থানা এলাকায় গরু পাচার করার অভিযোগে এক ব্যক্তিকে ধরেছিল পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় মানুষের সঙ্গে পুলিশের ঝামেলাও বেঁধে যায়৷ শামির দাদা নাকি পুলিশের উর্দিও ছিঁড়ে দিয়েছেন, এমন অভিযোগ করা হয় পুলিশের তরফ থেকে৷
এই ঘটনার পরই নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শামির বাবা তৌসিফ আহমেদ বলেন,‘ আমাদের পরিবার এখন বিপন্ন৷ আমার ছেলে ওইদিন ঝামেলার মধ্যে ছিল না৷ পরে সেখানে যায়৷ ওখানে তো আরও অনেকেই উপস্থিত ছিল৷ কিন্তু হাবিসকেই ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হয়েছে৷’
কিন্তু কেন ভারতের জাতীয় দলের অন্যতম সেরা পেসারের দাদাকে ফাঁসানো হবে? এর ব্যাখা করতে গিয়ে তিনি জানান,‘আমাদের পরিবারের উন্নতি অনেকেই ভালো চোখে দেখে না৷
আমাদেরকে হিংসা করে বলে তারাই এই ঘটনাটি ঘটিয়েছে৷ শামির জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আমাদের পরিবারের সম্মান বেড়ে গিয়েছে। আর এই ব্যাপারটাই অনেকে মেনে নিতে না পেরে এইরকম কান্ড ঘটাচ্ছে৷’
পুলিশের তরফ থেকে জানান হয়েছে,‘হাসিবের সঙ্গে ঝামেলার সময় মূল অভিযুক্ত পালিয়ে যায়৷ এরপরই আমরা ওঁকে গ্রেফতার করি৷ হাসিবের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ১৪৭ ধারায় দাঙ্গা, ১৫৩ ধারায় দু’দলের মধ্যে সংঘর্ষ, ৩৩২ ধারায় কাজের সময় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে৷’-কলকাতা
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর