স্পোর্টস ডেস্ক : আইসিসির র্যাঙ্কিংয়ে আসছে বড় ধরনের ওলটপালট। অবনতি হবে ক্রিকেটে শক্তিশালী বেশ কয়েকটি দেশের। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যেকার টেস্ট সিরিজই বড় পরিবর্তনের জন্য দায়ী।
দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে দুটি টেস্ট হেরেছে ইল্যান্ডের কাছে। টেস্ট ক্রিকেটে নাম্বার ওয়ানে থাকা দক্ষিণ আফ্রিকার আইসিসি অবস্থানে নামছে ধস।
৪ ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে ২ টি ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের কাছে সিরিজে হারলে বা হোয়াইট ওয়াশ হলে দুইয়ে নেমে যাবে দক্ষিণ আফ্রিকা।
দুই নম্বরে থাকা ভারত হবে টেস্ট ক্রিকেটে নাম্বার ওয়ান টিম। দক্ষিণ আফ্রিকা হোয়াইট ওয়াশ হলে ৫ নম্বরে থাকা ইংল্যান্ডের উঠে আসার সম্ভাবনা ৪ নম্বরে।
সেটা হলে চারে থাকা পাকিস্তান নেমে যাবে ৫ নম্বরে। তবে আসন্ন ধাক্কায় যথাক্রমে ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বরে থাকা নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ের র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তিনে থাকা অস্ট্রেলিয়ারে অবস্থানও থাকবে অপরিবর্তিত।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর