রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১১:১৯:২৩

৩৬ বলে ১ রান দিয়ে ৫ উইকেট নিলেন, কে এই বোলার?

৩৬ বলে ১ রান দিয়ে ৫ উইকেট নিলেন, কে এই বোলার?

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যেকার দ্বিতীয় টেস্টের ঘটনা এটি। প্রথম টেস্টের হারের পর অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন হাশিম আমলা।

দক্ষিণ আফ্রিকাকে সুদিনে ফেরানোর জন্য ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতেই হঠাৎ সিদ্ধান্ত নেন হাশিম আমলা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দেশকে নেতৃত্ব দেন এবি ডি ভিলিয়ার্স।

কিন্তু দ্বিতীয় টেস্টেও হার এড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩১৩ রানে গুটিয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৮৩ রানে।

শুক্রবার ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড জীবনের সেরা বোলিং স্পেল দেখান জোহানেসবার্গে। ৩৬ বলে ১ রান দিয়ে ৫ উইকেট শিকারের স্পেলটি তার জীবনের সেরা বোলিং।

ক্রিকেট ইতিহাসে রেকর্ড করার পথে এগিয়ে থাকবে তার এই বোলিং। ওই দিন প্রথম ইনিংসে ৩১৩ রান করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করেই জয় পায়। এই জয়ের সুবাধে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে এগিয়ে যায় ইংল্যান্ড।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে