রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১১:২৬:৪১

গেইলকে আউট করে ভাইয়ের কথা রাখলেন মুস্তাফিজ

গেইলকে আউট করে ভাইয়ের কথা রাখলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আবিষ্কার সাতক্ষীরার মুস্তাফিজুর রহমান। জাতীয় দলে তার স্থান লাভের আগ মুর্হূতটা ছিল খুবই চ্যালেঞ্জের। আর সে চ্যালেঞ্জ অনেকটা সহজ হয়ে যায় মেঝো ভাই মোখলেছুর রহমান পল্টুর সহযোগীতায়।

সম্প্রতি মুস্তাফিজের জাতীয় দলে ফেরার আগের বেশ কিছু স্মৃতি ও সদ্য শেষ হওয়া বিপিএলের কিছু প্রকাশ পায় প্রথম আলো বিশেষ প্রতিবেদনে। দেশের প্রথম সারির পত্রিকাটির সঙ্গে কথা বলের তার মেঝো ভাই ।

বিপিএলে গেইলের আউটের প্রসঙ্গ তিনি বলেন, ‘আমি শুরু থেকেই বলছিলাম, মুস্তাফিজ গেইলকে চারটা বলও যদি করে গেইল আউট হবে। আগের দিন ফোনেও আমি ওকে বলেছি, গেইলের উইকেট তোকেই নিতে হবে। ‘মুস্তাফিজের উত্তর কি ছিল জানেন? ‘সামনে যদি পাই, তাহলে তো নেবই।

তবে তিনি ভাইয়ের কথা রেখেছিলেন। ক্যারিবীয়ান এ দানবকে বোল্ট করে সাজ ঘরে ফিরিয়ে প্রিয় বেঝ ভাইয়ের কথা রেখেছেন। এখন শুধু দেখার অপেক্ষা অদূর ভবিষ্যতে মুস্তাফিজ দেশের জন্য কি উপহার দেন।

১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে