স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মারকুটে ক্রিকেটারের নাম এবি ডি ভিলিয়ার্স। ৩৬০ ডিগ্রির ভয়ংঙ্কর ব্যাটসম্যান বলে খ্যাত এবি ডি ভিলিয়ার্স ছাড়িয়ে গেছেন এক ব্যাটসম্যান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে নামে ভারত। ভারতের সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠেন কোহলি। দ্রুততম সাত হাজার রানের কীর্তিটি এখন কেবল এই বিশ্বনায়কের।
১৬৯ টি ম্যাচ খেলে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এবি ডি ভিলিয়ার্স। রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে তাকে টপকে যান কোহলি। ১৬১ টি ম্যাচ খেলে দ্রুততম সাত হাজার রান করেন তিনি।
এবিকে ছাড়িয়ে যেতে রোববার কোহলির দরকার ছিল ১৮ রান। তিনি ব্যাটিং নেমে এই রান টপকে গিয়ে এখন সেঞ্চুরির পথে। সর্বশেষ রিপোর্টে কোহলি ৭২ রানে ব্যাট করছেন। ৩৫ ওভারে দুটি উইকেট হারিয়ে ১৭২ রান ভারতের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ তে পিছিয়ে ভারত। ভালো রান করেও এর আগে দুটি ম্যাচে হেরে যায় ভারতীয় টিম। সিরিজ রক্ষার জন্য ৩য় ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর