রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১২:০৪:০৯

তাসকিনকে কাছে পেয়ে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

তাসকিনকে কাছে পেয়ে সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক: প্রায় ৭ বছর পর কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে প্রথমবারের মতো শুরু হলো ক্রিকেট টুর্ণামেন্ট। শনিবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম গাজী টায়ার টি২০ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। খেলা দেখতে যান জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। এই ক্রিকেট তারকাকে কাছে পেয়ে উল্লাসে মেতে ওঠেন স্থানীয় সমর্থকরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আশা করেন, একদিন দেশের ক্রিকেটে নেতৃত্ব দিবে কিশোরগঞ্জ। এ জন্য সবকিছু করা হচ্ছে।

দেশের ক্রিকেটে যখন জয়-জয়কার, ঠিক এ সময়টাতে এতাদিন থমকে ছিল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের নিজের জেলা কিশোরগঞ্জের ক্রিকেট। এ খরা কাটাতে নতুন স্টেডিয়াম নির্মাণের দীর্ঘ প্রায় ৭ বছর পর কিশোরগঞ্জে শুরু হলো ‘সৈয়দ নজরুল ইসলাম গাজী টায়ার্স টি২০ ক্রিকেট টুর্নামেন্ট।

 

শনিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা যুব কমান্ড টুর্নামেন্টের আয়োজন করে। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে নাজমুল হাসান পাপন বলেন, ‘বর্তমানে সব দিক থেকে বাংলাদেশ ক্রিকেটের সফলতা আসছে। এর মূল কারণ বর্তমান নতুন প্রজন্ম।’ কিশোরগঞ্জ নতুন স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করার হবে বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজকে আপনারা তাসকিনকে দেখেছেন। আগামীতে সাকিব, তামিমসহ জাতীয় দলের সব ক্রিকেটার এ মাঠে খেলতে আসবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জে ক্রিকেটের উন্নয়নের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘একদিন পাকিস্তানে ক্রিকেট ছিল বাংলাদেশে ছিল না। এক সময় ময়মনসিংহে ভালো ক্রিকেট ছিল, কিন্তু কিশোরগঞ্জে ছিলনা। তবে  কিশোরগঞ্জের ক্রিকেট একদিন সারা দেশে নেতৃত্ব দিবে। এ জন্য সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।’

ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার দর্শক সকাল থেকে স্টেডিয়ামের গ্যালারিতে অবস্থান নেন। আর প্রিয় তারকা তাসকিনকে কাছে পেয়ে উল্লাসে মেতে উঠেন তারা। দর্শকদের ভালোবাসায় মুগ্ধ তাসকিন বলেন, ‘আপনাদের ভালোবাসায় বর্তমানে দেশের ক্রিকেটের ভালো অবস্থা যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখার জন্য আমরা কাজ করছি।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক এমপি, রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, মেহেরপুরের এমপি ফরহাদ হোসেন দোদুল, যুব কমান্ডের সভাপতি সৈয়দ আশফাকুল ইসলাম টিটো, কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে ৮টি দল অংশ নিচ্ছে। সূত্র : বাংলামেইল

১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে