রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬, ১২:৩৫:৫৫

আফ্রিদিদের সাবধান করা হয়েছে

আফ্রিদিদের সাবধান করা হয়েছে

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি ও তার সতীর্থদের সাবধান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড সফররত পাকিস্তানের ক্রিকেটাররা দেশের জন্য সুখকর বার্তা বয়ে আনেন প্রথম ম্যাচেই।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য রোববার মাঠে নামবে আফ্রিদিরা। এর আগেই সাবধান করা হয়েছে পাকিস্তান টিমের ক্রিকেটারদের।

জয়ের বিকল্প কিছু ভাবছে না পাকিস্তান। সামনে বিশ্বকাপের আসর বলে বেশ সতর্ক পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পাকিস্তানের প্রধান কোচ ওয়াকার ইউনিসও সতর্ক করেছেন তার ক্রিকেটারদের।

ওয়াকার ইউনুস বলেন, দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড দলে পরিবর্তন আনবে। পাকিস্তানকে আগে থেকেই সতর্ক থাকতে হবে এই বিষয়ে।

দ্বিতীয় ম্যাচটি শুরু হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ওয়াকার উইনুস বলেন, আফ্রিদিদের আমরা বিশেষভাবে সতর্ক করেছি। হ্যামিলটনের ম্যাচটিতে জয় পাওয়ার জন্য বেশ লড়াই করতে হবে।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রানে জয় পায় পাকিস্তান। ম্যাচটিতে জয় পাওয়ার জন্য ঘাম জড়াতে হয় পাকিস্তানকে। সে দিক থেকেই উপলধ্বি করা যায় যে, কতটা কঠিন হবে হ্যামিলটনের গ্রাউন্ডের লড়াই।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হা্বিব/এইচআর  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে