স্পোর্টস ডেস্ক: ম্যাচ ফিক্সিংয়ের মত জঘণ্য অপরাধের দায়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে পড়েছিল দু’টি গুরুত্বপূর্ণ ফ্রাঞ্চাইজি।
তবে এবার লাগলো কলঙ্কের দাগ। আর এ পুরো ঘটনাই ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে।
১৩ জানুয়ারি সকাল থেকে হঠাৎ করেই ফেসবুকে রাজকোট ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রচার হয়। যেখানে লেখা ছিল, রাজকোট ফ্র্যাঞ্চাইজির জন্য ইচ্ছুক ক্রিকেটারদের অনলাইনে নথিভুক্ত করতে বলা হচ্ছে। যার জন্য ফি পাঁচশো থেকে তিন হাজার টাকা। ক্যাম্প হবে রাজকোটের মাঠে। তারিখ জানানো হয়েছিল ১৫ থেকে ১৭ জানুয়ারি। মোট ৩২ ক্রিকেটার সেই বিজ্ঞাপন দেখে সব টাকা জমা দিয়ে ক্যাম্পেও চলে এসেছিলেন। কিন্তু মাঠে কর্তৃপক্ষের কেউ ছিলেন না।
বিষয়টি শুনে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত হন, উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্য করে তারা বলেন, ‘আমরা এমন কোন বিজ্ঞপ্তি দেইনি। আমরা এভাবে ফেসবুকে বিজ্ঞপ্তি দেয় না। আমাদের অফিশিয়াল ওয়েব সাইট ছাড়া আমরা কোথাও বিজ্ঞপ্তি দেয় না। কিছু জানানোর থাকলে আমরা সেখানেই জানাই।’
বিষয়টি নিয়ে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির সদস্য হিমাংশু শাহ বলেন, ‘ছেলেদের করুন মুখগুলো দেখে কষ্ট হচ্ছিল। আরো কষ্ট হচ্ছিল সবাইকে খালি হাতে ফিরতে হচ্ছে প্রতারিত হয়ে।
তবে এই প্রতারণার দায়ে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর