স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ টি২০ সিরিজের প্রথমটিতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। শনিবার বিকেল তিনটায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
জানা গেছে, রেডিও ভূমি এফএম ৯২.৮-এ খেলা শুরুর আগে, মধ্য বিরতি এবং শেষ হওয়ার পর খেলা নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা।
বিষয়টি নিয়ে সুবর্ণা মুস্তাফা গণমাধ্যমকে জানান, ক্রিকেট খেলার ব্যাপারে তাঁর যথেষ্ট আগ্রহ রয়েছে। তিনি এর আগেও খেলা ধারাভাষ্য দিয়েছেন।
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর