স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের হাল ধরলেন শোয়েব মালিক ও ওমর আকমল। দুই মারকুটে ব্যাটম্যানের ব্যাটিং ছন্দে ক্লান্ত নিউজিল্যান্ডের বোলাররা। টি-টোয়েন্টি ম্যাচ বলে রান সংগ্রহের বাড়তি তাড়ায় সফল হচ্ছেন দুই ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের হ্যামিলটনে ওমর আকমলের ব্যাটিং হাসি মালিকের চেয়েও উজ্জ্বল। দুই দেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানোর আগে পিসিবি সতর্ক করে দলের ক্রিকেটারদের।
নিউজিল্যান্ড খুবই গুরুত্ব দিয়ে দেখছে এই ম্যাচটিকে। শুরুটা নিউজিল্যান্ডের পক্ষেই ছিল। পাকিস্তানের ওপেনার হাফিজ ও শেহজাদ বিদায় নেন শুরুতেই।
দলীয় ৩৪ রানে দুই ওপেনারই ফিরেন সাজঘরে। পরে শোয়েব মালিক ৩৯ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়ে দেন। দায়িত্বটা ভালো ভাবেই করে যাচ্ছেন ওমর আকমল।
ওমর আকমল এগিয়ে নেন দলকে। ১৮ বলে এরই মধ্যে ৩৫ রান করেছেন তিনি। ১৭ ওভারে পাকিস্তানের দলীয় রানও প্রায় ১৪০। প্রসঙ্গত, রোববারের ম্যাচে জয় পেলে ৩ ম্যাচের সিরিজে জয় নিশ্চিত হবে পাকিস্তানের।
১৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর