স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে সার্জিও আগুয়েরোর জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। এ জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল।
ইতিহাদ স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসকে আমন্ত্রণ জানায় সিটিজেনরা। চেনামাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চওড়া হয়ে খেলতে থাকে ম্যানসিটি। ফলে ম্যাচের ২২ মিনিটে দেল্পের গোলে ১-০ গোলে এগিয়ে যায় দলটি। আর ম্যাচের ৪১ মিনিটে কেলেছি প্রোমিসের সহায়তায় আগুয়েরো লক্ষ্যভেদ করলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিশ্রাম শেষে খেলার ৬৮ মিনিটে কেভিন ডি ব্রুইনের সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। ম্যাচের ৮৪ মিনিটে আগুয়েরোর সহায়তায় স্প্যানিশ ফুটবলার সিলভার গোল ৪-০ ব্যবধানে পৌঁছে যায় ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
এই জয়ে ২২ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে দলটি। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে লিচেস্টার সিটি। আর এক ম্যাচ কমে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে আর্সেনাল। সূত্র : রাইজিং বিডি
১৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর